লেখকের মৃত্যু ডেকে আনা সেই রহস্যময় বই ”কাঁহা গেলে তোমা পাই” I
চারশো বছর পরে সেই রহস্যই ভেদ করতে গিয়ে “কঁহা গেলে তোমা পাই” নামক চৈতন্য অনুসন্ধানী গ্রন্থের লেখক জয়দেব মুখোপাধ্যায় ৷ কিন্তু দুঃখের বিষয় এটাই যে, লেখক যে সত্যের সন্ধানে তাঁর এই প্রচেষ্টা চালিয়েছিলেন তা এই গ্রন্থের মধ্যে দিয়ে শেষ করতে পারেন নি। শেষ করেছিলেন এই গ্রন্থেরই দ্বিতীয় খণ্ডের মধ্য দিয়ে যা আশ্চর্যজনকভাবে আজও অপ্রকাশিত। এবং গভীর বেদনার ব্যাপার তাঁর এই সত্যানুসন্ধানের জন্য তাঁকে ১৯৯৫ সালের ১৭ এপ্রিল প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল। সেই পুরীতেই তিনি রহস্যজনকভাবে খুন হয়ে যান।
শ্রীচৈতন্য এবং জয়দেব মুখোপাধ্যায় দুই জনের অস্বাভাবিক মৃত্যুই আসলে খুন বলে দাবি করছে দু’টি প্রবন্ধ ৷ একটি সম্প্রতি লেখা, অন্যটি বেশ কয়েক বছর আগের ৷
সম্প্রতি সপ্তডিঙা-জুন ২০১৬ সংখ্যায় তমাল দাশগুপ্ত লিখেছেন ‘চৈতন্য হত্যার অনুসন্ধানে’ নামে প্রবন্ধটি৷ অন্যটি বেশ কয়েক বছর আগের ৷ শারদীয়া আজকালে ‘চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে খুন’ শীর্ষক বিশেষ নিবন্ধ লিখেছিলেন অরূপ বসু ৷
0 coment rios: